দ্বিতীয় স্ত্রী সন্তানের পরিচয় প্রকাশ করলেন সাকিব খান - adsangbad.com

সর্বশেষ


Friday, September 30, 2022

দ্বিতীয় স্ত্রী সন্তানের পরিচয় প্রকাশ করলেন সাকিব খান



নিজস্ব প্রতিনিধি ঃ

 সাংবাদিকদের সাথে বুবলীর কথা বলার পরেই 

তার দ্বিতীয় সন্তানকে পরিচয় করিয়ে দিলেন চিত্রনায়ক শাকিব খান। সেই সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিচয়ও প্রকাশ করেছেন।  

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে বিয়ে করেছেন শাকিব খান। তাদের আড়াই বছর বয়সি ছেলে সন্তান রয়েছে। নাম শেহজাদ খান বীর।

শুক্রবার দুপুর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এমনই জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এর কয়েক মিনিট আগেই বুবলী একই ধরনের স্ট্যাটাস দিয়ে শাকিবকে বিয়ের কথা জানান।

শাকিবের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-



‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

উল্লেখ্য বুবলীর সাথে সম্পর্কের জেরেই সাকিব অপুর সংসারের ইতি ঘটে। 

Post Bottom Ad

Responsive Ads Here

Pages