সাভারে র‌্যাবের অভিযানে ২ হাজার ১০পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক - adsangbad.com

সর্বশেষ


Tuesday, January 19, 2021

সাভারে র‌্যাবের অভিযানে ২ হাজার ১০পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক

 

সাভার প্রতিনিধি : সাভারে র‌্যাব ৪ এর অভিযানে দুই হাজার পিস  ইয়াবা ট্যাবলেট সহ নুরুল ইসলাম নুরু ওরফে নুরা পাগলা (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানাযায়, সোমবার ( ১৮ জানুয়ারি) রাত ১ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।

এর আগে রাত সাড়ে ১০ টার দিকে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর (বেঁদে পল্লি) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

নুরা গাগলা সাভারের পোড়াবাড়ি বেঁদেপাড়া এলাকার মৃত খাদানের ছেলে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই এলাকায় সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় আটককৃত ব্যাক্তির দেহ তল্লাশি করে ২ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ সময় জব্দ করা হয় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, আটক নুরা পাগলা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সাভার ও এর পার্শ্ববর্তী এলাকায় সরবরাহ করে আসছিলো। নুরা পাগলার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages