এখন থেকে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ বলতে ও লিখতে হবে - adsangbad.com

সর্বশেষ


Thursday, October 29, 2020

এখন থেকে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ বলতে ও লিখতে হবে


অনলাইন ডেস্ক  : এখন থেকে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহার করে ‘বীর মুক্তিযোদ্ধা’ বলতে ও লিখতে হবে। আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আবদুল্লাহিল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ বিষয়ে আরো বলা হয়েছে, সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ২(১১) এ মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। উক্ত আইনের সঙ্গে সংগতি রেখে এবং একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের নামের পূর্বে ‘বীর’ শব্দটি ব্যবহার করতে হবে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages