আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় যুবলীগ নেতা রাজন ভুঁইয়া গ্রেপ্তার - adsangbad.com

সর্বশেষ


Monday, October 19, 2020

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের মামলায় যুবলীগ নেতা রাজন ভুঁইয়া গ্রেপ্তার



আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা রাজন ভুইয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে আশুলিয়ার বেরন সোনা মিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আসওয়াদুর রহমান।

গ্রেপ্তারকৃত রাজন ভূঁইয়া আশুলিয়ার নরসিংহপুর এলাকার বারেক ভূঁইয়ার ছেলে। সে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা বলে জানা গেছে।

পুলিশ জানায়, অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সম্প্রতি আশুলিয়া থানায় মামলা দায়ের করে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসব সংযোগে ব্যবহার করা হতো নিম্ন মানের পাইপ ও ফিটিংস। ফলে ঝুঁকি থেকে যায় বড় ধরনের দুর্ঘটনার। এসব অভিযোগের ভিত্তিতে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিল রাজন। এরপর থেকেই সে পলাতক ছিল। পরে গত রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages