কুমিল্লায় রাজিব হত্যার প্রাধান আসামী সহ আটক-৪ - adsangbad.com

সর্বশেষ


Wednesday, August 19, 2020

কুমিল্লায় রাজিব হত্যার প্রাধান আসামী সহ আটক-৪


এম আর রানা (কুমিল্লা) : কুমিল্লা সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড বজ্রপুর মৌলভীপাড়ার রাজীব হাসান হত্যা মামলার প্রধান আসামী পলাশকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৯আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বজ্রপুর মৌলভীপাড়ার মৃত আবু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত প্রধান আসামী পলাশের বিরোদ্ধে আরো একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে
আজ ১৯ আগস্ট কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
গত ১৪ আগষ্ট রাতে রাজিব হাসানকে বজ্রপুর মৌলভীপাড়ায় নিশংসভাবে হত্যা করা হয়। পরে রাজিবের মা কোতয়ালী মডেল থানায় ১০ জন এবং অজ্ঞাত ৬ জনের নামে মামলা দায়ের করেন এবং ঘটনার রাতেই অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত অপর ৩ আসামী হচ্ছে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বজ্রপুর মৌলভীপাড়ার মৃত কালা মিয়ার ছেলে লিটন, মৃত সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়া এবং খোকন মিয়ার ছেলে হানিফ মিয়া।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages