আশুলিয়া প্রতিনিধি : বিশিষ্ট ঠিকাদার আবুল হাসেম আর নেই(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজিউন)। বুধ দুপুরে শারিরিক সমস্যা জনিত কারণে
ঢাকার পথে হাসপাতালে নেয়ার সময় তিনি এম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০বছর।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে নিজ বাসভবনের সামনে জানাযা শেষে তাকে ভাদাইলের কবরস্থানে সমাহিত করা হয়।
তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও দক্ষিনকুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে এবং বিশিষ্ট ঠিকাদার মরহুম হাজী আবুল কাসেমের বড় ভাই।
তিনি মৃত্যুকালে স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
জানাযায় তিনি সাভার আশুলিয়ায় সুদীর্ঘ ৪০বছর যাবৎ সুনামের সহিত বিল্ডিং ঠিকাদারি পেশার সাথে যুক্ত ছিলেন।
ঠিকাদার আবুল হাসেম আমার দেশের সংবাদের সম্পাদক মাসুদ রানার বড় চাচা (জ্যাঠা) ছিলেন।
তার মৃত্যুতে আমার দেশের সংবাদ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।