কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক - adsangbad.com

সর্বশেষ


Friday, July 10, 2020

কক্সবাজারের টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে তিন লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং তুলাতলী মসজিদ সংলগ্ন এলাকা থেকে এই মাদকের চালান ও দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বাুলখালী ৮নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-১৯ এর বাসিন্দা মো. ইয়াছের ছেলে মো. শফিক (২৫) ও হোয়াইক্যং তুলাতলী ঘোনা পাড়ার আবুল কাশেমের ছেলে আব্দুল করিম (২২)।

সুত্র জানায়, গোপনে খবর পেয়ে র‌্যাব ওই স্থানে গেলে মাদকের চালানসহ পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। তাদের সঙ্গে থাকা দুটি পাটের বস্তা তল্লাশি করে তিন লাখ পিস ইয়াবাসহ দেশীয় অস্ত্র দা, কিরিচ উদ্ধার করা হয়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages