রংপুরে প্রায় ৩০ লাখ নকল বিড়ি আটক - adsangbad.com

সর্বশেষ


Saturday, July 11, 2020

রংপুরে প্রায় ৩০ লাখ নকল বিড়ি আটক


রংপুর প্রতিনিধি : রংপুরে কাস্টমসের পৃথক অভিযানে ব্যবহৃত ব্যান্ডরোলযুক্ত ও চালানবিহীন বিপুল পরিমাণ শলাকা বিড়ি আটক করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার দুপুরে হারাগাছ এলাকায় অভিযানান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অতিরিক্ত কমিশনার আবদুল মান্নান সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় কর্মকর্তা একেএম খায়রুল বাসারের নেতৃত্বে সদর দপ্তরের প্রিভেন্টিভ টিম এবং বিভাগীয় দপ্তরের প্রিভেন্টিভ টিম পৃথক অভিযান চালিয়ে হারাগাছ এলাকার দুইটি গোডাউনে মজুদকৃত ২৯ লাখ ১২ হাজার পিছ শলাকা বিড়ি আটক করে। আটককৃত বিড়ির রাজস্ব আরোপযোগ্য মূল্য প্রায় ২১ লাখ টাকা এবং জড়িত রাজস্ব সাড়ে ৯ লাখ টাকা।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার শওকত আলী সাদী জানান, চলমান পরিস্থিতিতে রাজস্ব আদায়ের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages