আজ ৬ জুলাই দেশে করোনায় আক্রান্ত ৩২০১,মৃত্যু ৪৪ - adsangbad.com

সর্বশেষ


Monday, July 6, 2020

আজ ৬ জুলাই দেশে করোনায় আক্রান্ত ৩২০১,মৃত্যু ৪৪


অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো দুই হাজার ৯৬ জন।

এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ২০১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন।
সোমবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
বুলেটিনে বলা হয়, নতুন করে যারা মারা গেছেন তাদের ১৭ জন ঢাকা, ১১ জন চট্টগ্রাম, তিনজন রাজশাহী, দুইজন খুলনা, চারজন বরিশাল, তিনজন সিলেট, দুইজন রংপুর এবং দুইজন ময়মনসিংহ বিভাগের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ১৪৯ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ২৪৫টি নমুনা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages