টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার - adsangbad.com

সর্বশেষ


Friday, July 17, 2020

টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের ৪ জনের গলাকাটা লাশ উদ্ধার


টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার মাস্টারপাড়া মহল্লার ওই বাড়ি থেকে লাশ উদ্ধার কর হয়।

নিহতরা হলেন, উসমান গনি (৪০) তার স্ত্রী কাজিরন বেগম(৩৫) পুত্র তাজুল(১৭) এবং কন্যা সাদিয়া(৮)।

নিহতের বড় মেয়ে সোনিয়া জানান, গত রাতে শ্বশুরবাড়ি থেকে একাধিকবার ফোন দিয়ে কাউকে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। পরে তার এক মামীকে খোঁজ নেয়ার জন্য বাসায় পাঠানো হয়। তার মামী গিয়ে দেখেন ঘরে বাহির থেকে তালা মারা। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ভিতরে খাটের উপর উসমান গনির লাশ। পরে থানায় ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাসায় মোট চারটি রুম। উসমান গনির গলাকাটা লাশ বিছানায় পড়ে রয়েছে। পাশের রুমে একই খাটে মা ও মেয়ের জবাই করা লাশ। অপর কক্ষে খাটের নিচে তাজুলের জবাই করা লাশ। রুমে হাতুড়ি ও কুড়াল ছিল।

মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবাইকে ধারালো কিছু দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, কী করণে তাদের খুন করা হয়েছে পুলিশ তদন্ত করে দেখছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages