আজ ১২ জুলাই দেশে করোনায় আক্রান্ত ২৬৬৬, মৃত্যু ৪৭ - adsangbad.com

সর্বশেষ


Sunday, July 12, 2020

আজ ১২ জুলাই দেশে করোনায় আক্রান্ত ২৬৬৬, মৃত্যু ৪৭


আমার দেশের সংবাদ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৫২ জন।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জন।

রবিবার দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, নতুন যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। তাদের মধ্যে ৪৩ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা গেছেন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৫৮০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৯৩ হাজার ৬১৪ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৭টি ল্যাবে ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে।

ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages