আজ ৪ জুলাই দেশে করোনায় আক্রান্ত ৩২৮৮, মৃত্যু ২৯ - adsangbad.com

সর্বশেষ


Saturday, July 4, 2020

আজ ৪ জুলাই দেশে করোনায় আক্রান্ত ৩২৮৮, মৃত্যু ২৯


অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩২৮৮ জন। মৃতদের মধ্যে পুরুষ ২১, নারী ৮। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪৭২৭ নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২৮৮। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্ত ২২.৩৩ শতাংশ। সারাদেশে মৃত্যু হয়েছে আরও ২৯ জনের। এতে মোট প্রাণহানি সংখ্যা দাঁড়ায় ১৯৯৭ জনে।

দেশে করোনায় মোট আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৬৭৯। ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৭৩ করোনা রোগী। মোট সুস্থ ৭০৭২১।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হয়। বিশেষত মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বিভিন্ন করণীয় তুলে ধরেন ডা. নাসিমা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages