ডেস্ক আপডেট : সকল ঘাত প্রতিঘাত পেরিয়ে এগিয়ে চলছে" আমার দেশের সংবাদ " এগিয়ে চলছে আপনাদের ভালবাসা নিয়ে। আপানারা(পাঠক)ই আমাদের প্রেরণা, আমাদের এগিয়ে চলার সূত্র।
আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত সময় ধারাবাহিকভাবে মানিকগঞ্জ(ঘিওর) এর এমপি সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় এর অপকর্ম নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয় আর এরই ধারাবহিকতায় বর্তমানে দেশেরশীর্ষ স্থানীয় মিডিয়াতে তার অপকর্মের নিউজ গুলো প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সে বা তার সাংঙ্গপাঙ্গরা বাংলাদেশে আমাদের সাবেক ডোমেন ads24bd.com বন্ধ করে দেয়। আর তাই আমরা নতুন করে adsangbad.com নামে আবারো আমাদের কার্যক্রম শুরু করেছি আশাকরি অতীতের ন্যায় এ যাত্রাতেও আপনারা আমাদের পাশে থাকবেন।
ধন্যবান্তে,
মাসুদ রানা,
সম্পাদক,
আমার দেশের সংবাদ।