প্রতারক এক নারী হতে যাচ্ছেন সাভার উপজেলা আ.লীগের মহিলা সম্পাদিকা - adsangbad.com

সর্বশেষ


Sunday, July 12, 2020

প্রতারক এক নারী হতে যাচ্ছেন সাভার উপজেলা আ.লীগের মহিলা সম্পাদিকা


সাভার প্রতিনিধি : সাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বির্তকিত নারী নারসিগ আক্তার  (৪০) কে মহিলা সম্পাদিকা করা হবে এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 
তাদের দাবী সৎ যোগ্য দলের জন্য নিবেদিত নারী ব্যক্তিকে এই গুরুত্বপূর্ণ পদটি দেওয়া হোক কোন বিতর্কিত নারী যেন পদটি না পায়। সরেজমিনে আশুলিয়ার কবিরপুর এলকার বাসিন্দা ব্যবসায়ী লোকমান হোসেন জানান, এই নার্গিস কে আমি বিয়ে করে ছিলাম কিন্তু আসলে সংসার করা মেয়ে নয়।সে একজন ছলানাময়ী বহুরুপি নারী সে আমার অনেক ক্ষতি করেছে পরে আমি তাকে মোটা টাকা দিয়ে তালাক দিয়েছি শুনেছি তার নাকী আরো ৬টি বিয়ে হয়েছে। 
জানাযায় শিমুলিয়ার কবিরপুর এলাকার বাসিন্দা ঐ নারীর বেশ কয়েটি বিয়ে হয়েছে। অভিযোগ রয়েছে মুখে মেকাপ করে হাইফাই স্টাইলে চলাফেরা করে নেতাদের নজরে আসার জন্য আ.লীগের অনেক অনুষ্ঠানে উপস্থিত হয় এই নারী বিগত দিনে সে কখনো আ.লীগে ছিল না। অনেক নেতাকর্মীরা ঐ নারীকে ছিনেন না বলে জানান তার পরেও অনেকটা আচমকা ওয়ার্ডে নয় ইউনিয়নে নয় সরাসরি চলে গেল উপজেলা কমিটিতে। যারা দীর্ঘদিন যাবত অত্র এলাকায় সব সময় আ.লীগের সুখেদুঃখে পাশে ছিলেন তাদের কাছে ব্যপারটা রীতিমতো অবিশ্বাস্য মনে হয়। 
জানাযায় মুখে মেকাপ করে হাইফাই ভাবে চলাফেরা করে ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে তার পর সহজ অস্ত্র নারী নির্যাতন মামলা, অপোষের নামে বা প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়াই তার স্বভাব। পরিচয় গোপান রাখার শর্তে কবির পুর এলাকার বেশ কয়েকজন জানান, নার্গিস এপর্যন্ত ৬টি বিয়ে করেছে। তার স্বামীরা যথাক্রমে (১) লোকমান - কবিরপুর, (২) জাহাঙ্গীর - রাজাসন (৩) মিজান - ধামরাই (৪)সৌরভ - পাথালিয়া (৫) কামরুল - মির্জানগর (৬) আজীম - জাহাঙ্গীর নগর। স্কুলের গন্ডি না পেরোনো ঐ নারী এক সময় সাভারে একটি পোষাক কারখানায় কাজ করতো কোন এক নেত্রীর সহয়তায় মাঝে মাঝে আ.লীগের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদ পদবী বিহীন নিজেকে নারী নেত্রী পরিচয় দিতেন।
 আ.লীগের নেতাকর্মীরা অবিলম্বে এই ছলনাময়ী নারির কঠোর শাস্তি দাবি করেছেন। এদিকে ওই নারী গেল কয়েক বছর আগে ঢাকা জেলা পরিষদের নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন করলেও ধামরাইর নাসিমার কাছে বিপুল ভোটে হেরে যান। 
সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায়,সামনে যেকোন দিন সাভার উপজেলা আওয়ামী লীগের কয়েক সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। সেই কমিটিতে বির্তকিত নারী নারসিগ আক্তারকে মহিলা সম্পাদিকা পদ দেওয়ার উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। তাকে মহিলা সম্পাদিকা পদ দেওয়ার কথা শুনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে যোগ্য ও দলের জন্য যারা সারা জীবন কাজ করে গেছেন তাদেরকে এ পদটি দেওয়ার জন্য আহবান জানান। বির্তকিত এই নারীর বিরুদ্ধে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাদের নাম ভাঙ্গিয়ে এলাকায় প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে।
এবিষয়ে সাভার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক বলেন সৎ যোগ্য নারীকে এ পদটি দিলে সাভার উপজেলা আওয়ামী লীগ আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।
এবিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা বলেন,নারিগস আক্তার দলের জন্য অনেক কাজ করেছে তাই তাকে সিদ্ধান্ত মোতাবেক তাকে মহিলা সম্পাদিকা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ওই নারী বির্তকিত তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন এবিষয়ে পরে কথা বলবো।
এবিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সৎ যোগ্য ব্যক্তিকে সাভার উপজেলা আওয়ামী লীগের পদে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান তিনি বলেন কোন বির্তকিত ব্যক্তি আওয়ামী লীগের কোন পদে আসতে পারবে না।
এবিষয়ে নারগিস আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা মুঠোফোনে সাংবাদিকদের বলেন কোন বির্তকিত ব্যক্তি আওয়ামী লীদের পদে আসতে পারবে না কেউ বেআইনি ভাবে বির্তকিত ব্যক্তিকে কমিটিতে আনলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাভার উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে সৎ যোগ্য নেতৃত্ব আসবে বলে মনে করেন উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages