আশুলিয়া প্রতিনিধি : করোনা কে জয় করে কর্মস্থলে ফিরলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু।
বুধবার (১ জুলাই) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ তার কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় ওসি শেখ রিজাউল হক দিপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ, পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্মল দাসসহ আশুলিয়া থানা পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ।
এর আগে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর ইমপাল্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওসি শেখ রিজাউল হক দিপু। স্বাভাবিক খাবারদাবার আর নিয়মিত ডাক্তারদের পরামর্শে থাকায় তিনি এখন শতভাগ করোনা মুক্ত এবং পুরোপুরি সুস্থ।