আজ ২৯জুন করোনায় আক্রান্ত ৪০১৪,মৃত্যু ৪৫ - adsangbad.com

সর্বশেষ


Monday, June 29, 2020

আজ ২৯জুন করোনায় আক্রান্ত ৪০১৪,মৃত্যু ৪৫


আমার দেশের সংবাদ ডেস্ক :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫জন মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো ১৭৮৩ জন। একই সময় দেশে আরও ৪ হাজার ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। 

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে । এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৮৩ জনে। ২৪ ঘণ্টায় ১৭৮৩৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে।
বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages