নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজানুল মোবারক শেষে আমাদের দুয়ারে এখন কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম জাহানের সবচেয়ে বড় অানন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর উপস্থিত। কিন্তু সারা বিশ্বের মানুষ এখন যুদ্ধের ময়দানে, আমাদের যুদ্ধ করোনা ভাইরাস (কোভিট-১৯) নামক এক ঘাতকের বিরুদ্ধে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মোতাবেক করমর্দন আলিঙ্গন কোলাকুলি ও গণ জামায়েতের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
আর তাই নিরাপদে ঘরে থেকেই পরিবারবর্গের সাথে এবারের ঈদুল ফিতর উদযাপনের জন্য আশুলিয়ার ধামসোনাবাসীর প্রতির আহবাণ জানিয়েছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম।
তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অত্র অঞ্চলে বসবাসরত জনসাধারণের নিকট অনুরোধ জানিয়ে বলেন, আসুন আমরা এবারের ঈদ শপিং বর্জন করে লগডাউনের কারণে অভাবগ্রস্ত মানুষ গুলোর পাশে দাড়াই।
করোন ভাইরাস থেকে বাচাঁতে স্বাস্থ্যবিধি মেনে চলি। রসনার তৃপ্তির জন্য বাড়ি বাড়ি ভুড়িভোজ থেকে বিরত থাকি। নিজের ঘরেই সাধ্যমত আয়োজন করি।