সাভার প্রথিনিধি : ঢাকার সাভার উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় করোনার ঝুঁকি এড়াতে মার্কেটসহ দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজু্র রহমান জুম্মন এ আদেশ জারি করেন।
ইউএনও পারভেজু্র রহমান জুম্মন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক শর্ত সাপেক্ষে উপজেলার মার্কেটগুলো খুলে দেওয়া হয়। মার্কেট খোলার পর বাজার পরিদর্শনে গিয়ে দেখা যায়- ক্রেতা, বিক্রেতারা কেউ সরকারি নির্দেশনা মানছেন না।
সাভার উপজেলাবাসীকে করোনার ঝুঁকি থেকে রক্ষা করতে সাভার উপজেলা করোনা প্রতিরোধ কমিটি আজ ( শনিবার ১৬ মে ) থেকে সাভার উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কেট এবং বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এর পাশাপাশি এ সময়ের মধ্যে ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া উপজেলায় সব ধরনের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাভার উপজেলাবাসী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রশংসা করছেন উপজেলার অসংখ্য মানুষ।