ইউনাইটেড হাসপাতালের এসির বিস্ফোরণে ৫ করোনা রোগী নিহত - adsangbad.com

সর্বশেষ


Thursday, May 28, 2020

ইউনাইটেড হাসপাতালের এসির বিস্ফোরণে ৫ করোনা রোগী নিহত

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এসি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ওই হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার মো. রায়হান জানান, এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন পাঁচ জন মারা গেছেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে ফায়ার সার্ভিস পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি হাসপাতালের প্রধান ভবন সংলগ্ন। সেটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাবু তৈরি করে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। সেখানে পাঁচ জন চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডে তারা মারা গেছেন। এর বাইরে আর কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।  
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল। ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages