আশুলিয়া প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় বোরো ধান ঘরে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন শত শত কৃষক। আর এমন সময় মানবিক দিক বিবেচনা করে সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিচ্ছে আশুলিয়া থানা কৃষকলীগ । মঙ্গলবার সকালে আশুলিয়া থানা কৃষকলীগের উদ্যােগে নেতাকর্মীদের অংশ গ্রহনে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মনোহরদী গ্রামে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কয়েকজন কৃষকের প্রায় ৫বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এ প্রসঙ্গে স্থানীয় এক কৃষক জানান, প্রতি বছর উত্তরবঙ্গ থেকে শ্রমিক আসতো আমাদের এলাকায় ধান কাটার জন্য, কিন্ত এবার করোনা ভাইরাসের কারণে তারা আসতে পারেনি ফলে ধান ধানকাটা নিয়ে চরম বিপাকে পড়ে যাই আমরা । বিষয়টি কৃষকলীগের নেতাদের জানানো হলে তারা আজ ৫০/৬০ জনের একটি দল উপস্থিত হয়ে আমাদের ধান কেটে বাড়ি পৌঁছে দেন। আমরা তাদের নিকট কৃতজ্ঞ।
কৃষকলীগের এমন মহতি উদ্যোগে তারা প্রশংসিত হচ্ছেন আশুলিয়ার সর্বত্র ।।
এ ব্যপারে আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম বলেন, করোনা ভাইরাসের কারণে শ্রমিক না পাওয়ায় কৃষকদের প্রতি মানবিক দিক বিবেচনা করে ধারাবহিকভাবে সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছি।
আজ আমরা প্রায় ৫ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছি।
তিনি আরো বলেন, এ পর্যন্ত আআশুলিয়া,ধামসোনা,শিমুলিয়া ও পাথালিয়া ইউনিয়নে আমরা ধারাবহিকভাবে সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছি। তিনি আরও বলেন করোনার এই প্রকোপের সময় আশুলিয়া থানার যে কোনো কৃষকের ধান কেটে দেয়ার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তা অবশ্যই কেটে দেয়ার চেষ্টা করব।
এ সময় ধান কাটায় অংশ গ্রহন করেন , আশুলিয়া থানা কৃষকলীগের সভাপতি মহসিন করিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।