আজ ২৫ মে দেশে করোনায় সর্বচ্চো আক্রান্ত ১৯৭৫, মৃত্যু ২১ - adsangbad.com

সর্বশেষ


Monday, May 25, 2020

আজ ২৫ মে দেশে করোনায় সর্বচ্চো আক্রান্ত ১৯৭৫, মৃত্যু ২১


আমার দেশের সংবাদ ডেস্ক :  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক হাজার ৯৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৫৮৫ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫০১ জন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৪৮টি ল্যাবে নয় হাজার ৪৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৯৭৫ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ৫৮৫ জন। মারা গেছেন আরও ২১ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও পাঁচ জন নারী। দেশের এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৫০১ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৩৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত দুই লাখ ৫৩ হাজার ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৬১ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages