রাজধানীর কল্যাণপুরে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩ - adsangbad.com

সর্বশেষ


Monday, May 25, 2020

রাজধানীর কল্যাণপুরে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩


নিজস্ব প্রতিনিধি :  রাজধানীর দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় দুটি প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৪ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহফুজা আফরোজ লাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহত চালকের বয়স ৩০, অন্য দুজনের মধ্যে একজনের বয়স ১৫ ও অপরজনের ২৪। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম পরিচয় জানা যায়নি। নিহত তিনজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাহফুজা আফরোজ লাকী জানান, কল্যাণপুর খালেক পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় পূর্ব পাশে একটি প্রাইভেটকার বিকল হয়ে যায়। তখন ওই প্রাইভেটকারের চালক দুইজন পথচারীর সহায়তায় গাড়িটি সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ফাঁকা সড়কে দ্রুতগামী অপর একটি প্রাইভেটকার সজোরে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজন সহায়তাকারীসহ বিকল প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages