ঝালকাঠিতে ইউপি সদস্যর বাড়ি থেকে আড়াই টন ত্রাণের চাল জব্দ - adsangbad.com

সর্বশেষ


Monday, April 6, 2020

ঝালকাঠিতে ইউপি সদস্যর বাড়ি থেকে আড়াই টন ত্রাণের চাল জব্দ


ঝালকাঠি  প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে একজন মেম্বারের বাড়ি থেকে  জব্দ করা হয়েছে আড়াই টন ত্রাণের চাল। অভিযান টের পেয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেলা মেম্বারস ফোরামের সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

সূত্র জানায়, রবিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় মেম্বার মনিরুজ্জামান মনিরের বাড়িতে। জব্দ করা হয় সেখানে মজুদকরা ত্রাণের আড়াই টন চাল। তার আগেই পালিয়ে যান মনির। চালগুলো করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের জন্য বরাদ্দ করা হয়েছিল। রাতে সরকারি বস্তা থেকে চাল বের করে অন্য বস্তায় ভরা হচ্ছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জেলা প্রশাসনকে জানালে এ অভিযান চালানো হয়। 

জেলা প্রশাসক জোহর আলী বলেন, ‘জব্দ করা সরকারি চাল ছিল অন্য প্যাকেটে ভরা। চালগুলো জিম্মায় রাখার ব্যবস্থা করা হচ্ছে। মেম্বারের মা জানিয়েছেন কয়েকদিন আগে মনির চাল রেখে যায় এবং জানায় চালগুলো সে নিজের টাকায় কিনেছে। বিষয়টি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages