আরাফাত মুন্না : রাজধানীর মিরপুরে একটি বাড়িতে মশার কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন।
শনিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কল্পনা (৩৫), জান্নাত (১৩) ও কাউসার (৮)।
রাসেল শিকদার বলেন, মিরপুর ১১ নম্বর সেকশনের বি ব্লকের আরবান শিশু পার্কের পাশে বাউনিদাবাদ ১৬/১০ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি বলেন, নিহতরা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকেমশারকয়েল থেকে আগুন লাগে। একপর্যায়ে বাসার ভেতরে তিনটি কক্ষে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভায়।
রাসেল শিকদার আরও বলেন, আগুন নেভানোর পর লাশ উদ্ধার করে আমরা পল্লবী থানায় হস্তান্তর করি।