আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে হত দরিদ্রের পাশে দাড়ালেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। করোনাভাইরাস মোকাবেলার কারণে কর্মহীন হত দরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু ও তেল নিয়ে তাদের বাড়ি বাড়ি পৌছে দিলেন তিনি ।
রোববার ( ২৯ মার্চ) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ৯ নং ওয়ার্ডের মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌছে দেন।
এসময় এই কার্যক্রমে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন এই বিতরণ কার্যক্রম চলবে বলে জানান, চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এসময় তিনি প্রতিটি পরিবারের মাঝে ১৫ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াঁজ ও ৫০০ মি:লি: সরিষার তেল দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন ও সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান।
তিনি আরো জানান,প্রতিদিন ৭৫০ টি পরিবারকে এই পণ্য পৌছে দেয়া হবে এবং যতদিন দেশে করোনাভাইরাসের প্রকোপ থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান জানান, করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা প্রধান কাজ। পাশাপাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বারগনসহ অন্যান্যরা।