দুস্থ দিনমজুর ও হত দরিদ্রদের পাশে দাড়ালেন মোস্তাক খান - adsangbad.com

সর্বশেষ


Monday, March 30, 2020

দুস্থ দিনমজুর ও হত দরিদ্রদের পাশে দাড়ালেন মোস্তাক খান



আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার ভাদাইলে অসহায় দুস্থ দিনমজুর ও হত দরিদ্র দের পাশে দাড়ালেন ধামসোনা ইউনিয়ন আ.লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোস্তাক খান

করোনাভাইরাস মোকাবেলার কারণে কর্মহীন হত দরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু ও পেয়াজ বিতরণ করেন তিনি


সোমবার ( ৩0শে মার্চ) বিকেলে আশুলিয়ার ধামসোনার ৬নং ওয়ার্ডের মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করেন ।

ধামসোনা ইউনিয়ন আ.লীগের সাবেক ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মোস্তাক খান জানান, সামাজিক দ্বায়বদ্ধতা থেকে এই পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছি সামাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবানও জানাচ্ছি

 তিনি আরো জানান,৩০০টি পরিবারকে এই পণ্য সহয়তা দিয়েছি এবং  যতদিন  দেশে করোনাভাইরাসের প্রকোপ থাকবে এই কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ । 


এ সময় তিনি  দুস্থ প্রতিবন্ধী দিনমজুর রিকসা চালক ও হত দরিদ্র দের মাঝে চাল, ডাল, আলু ও পেয়াজ বিতরণ করেন ।


Post Bottom Ad

Responsive Ads Here

Pages