হরতালের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর - adsangbad.com

সর্বশেষ


Sunday, February 2, 2020

হরতালের সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর


ঢাবি প্রতিনিধিঃ  ঢাকার ‍দুই সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে পলাশী মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিল চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমান বলেন, আমরা হরতালের সমর্থনে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেছি। আমাদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান ও যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন প্রমুখ অংশ নেন।
এছাড়া হরতালের সমর্থনে শনিবার রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাঁটাবন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages