আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ায বুড়ির বাজারে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বুডির বাজার এলাকার শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ রিপন মিয়া (৩৫),পেশায় রাজমিস্ত্রি, তার দেশের বাড়ি নেত্রকোনা জেলার নাছনেপুর গ্রামে তার পিতার নাম নূর ইসলাম। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর তিনতলার উপর মাচা বেধে কাজ করার সময় অসাবধানতা বসত মাচা
ভেঙ্গে নিচে পড়ে যায় নিহত রিপন মিয়া। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে আশুলিয়া থানায় এখনো কোন মামলা হয়নি তবে ঘটনাস্থল পরিদর্শন করেন আশুলিয়া থানার এসআই আজহার।