প্রধানমন্ত্রীর সাথে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ - adsangbad.com

সর্বশেষ


Wednesday, February 19, 2020

প্রধানমন্ত্রীর সাথে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ


অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন ঢাকায় সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। 
প্রদীপ কুমার গাওয়ালি সফরকালে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা ইস্যুতে নেপালের সমর্থনের বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
নেপালের পক্ষ থেকে কৃষি, আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে সহায়তা চাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দু’দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রদীপ কুমার গাওয়ালি। গত ২০ বছরের মধ্যে এটিই নেপালের কোনও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages