‘২০ বছর ধরে গালি খাচ্ছি, এখন আমি গালি-প্রুফ’- মোদি - adsangbad.com

সর্বশেষ


Friday, February 7, 2020

‘২০ বছর ধরে গালি খাচ্ছি, এখন আমি গালি-প্রুফ’- মোদি


আন্তর্জাতিক ডেস্কঃ দিল্লিতে একটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, ‘দেশে যুবকদের চাকরি নেই। ৬ মাস পরে মোদি আর অফিস থেকে বেরতে পারবেন না। যুবকরা লাঠিপেটা করবে।’
বৃহস্পতিবার লোকসভায় তার জবাব দেন মোদি। একই সঙ্গে বলেন, ‘গত ২০ বছর ধরে গালি শুনে আসছি। গালি শুনতে শুনতে এখন গালি-প্রুফ হয়ে গিয়েছি।’
লোকসভায় জবাবি ভাষণে রাহুলকে ‘লাঠিপেটা’ মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘শারীরিক কসরতের সময় পেয়েছি। ৬ মাস পর লাঠি সহ্য করতে পারব। আমি আগামী ৬ মাস সূর্য নমস্কার করব। নিজেকে আরও শক্তিশালী করব লাঠি সহ্য করার জন্য। আরে গত ২০ বছর ধরে গালি শুনে আসছি। এখন গালি-প্রুফ হয়ে গিয়েছি।’
এরপরেই রাহুল গান্ধি ও কংগ্রেসের অন্যান্য নেতারা চিত্‍কার করে ওঠেন। রাহুলকে তীব্র কটাক্ষ করে তখন মোদি বলেন, ‘টিউবলাইটের এমনই অবস্থা হয়। ৩০ মিনিট বলার পর কারেন্ট লাগল।’
বুধবার দিল্লিতে একটি র‌্যালিতে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী অফিস থেকে বেরোতে পারবেন না। যুব সম্প্রদায় লাঠিপেটা করবে। বুঝিয়ে দেবে, যুবকরা কাজ না পেলে দেশের উন্নতি হয় না।’

Post Bottom Ad

Responsive Ads Here

Pages