সীমান্তে হত্যা আমাদের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী - adsangbad.com

সর্বশেষ


Sunday, February 2, 2020

সীমান্তে হত্যা আমাদের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রীর ফাইল ছবি
অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটেই চলেছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। এ ধরনের হত্যাকাণ্ড সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল মোমেন এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত সজাগ। এ ধরনের কোনো ঘটনা যখনই ঘটে, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জিজ্ঞাসা করি এগুলো কেন হচ্ছে?
এ বছর সীমান্তে হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। ভারত সরকার সব সময় প্রতিশ্রুতি দিয়েছে যে, সীমান্তে একজনও মারা যাবে না। কিন্তু তারপরও হত্যাকাণ্ড ঘটছে।
মন্ত্রী বলেন, আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছি এটি আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ-ভারত সম্পর্ক এত উন্নত, এর মধ্যে কেন এগুলো হবে?
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages