ভোলা লঞ্চঘাটে কুলি-লেবারদের স্বর্গরাজ্য! একটি সেলাই মেশিনের চার্জ ৮০০ টাকা! - adsangbad.com

সর্বশেষ


Tuesday, February 4, 2020

ভোলা লঞ্চঘাটে কুলি-লেবারদের স্বর্গরাজ্য! একটি সেলাই মেশিনের চার্জ ৮০০ টাকা!


ভোলা প্রতিনিধি : ভোলার লঞ্চ ঘাটে লেবারদের জোর জুলুম অনিয়ম আর সন্ত্রাসী মনোভাব যেন দিনকে দিন বেড়েই চলেছে। তাদের এহেন অপকর্ম যেন দেখার কেউ নেই। লঞ্চে চলাচল কারী যাত্রীদের অভিযোগ, অনেকদিন থেকেই লঞ্চ ঘাটের লেবারদের খরচের নামে চলছে বেপরোয়া চাঁদাবাজী!
তাদের রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। সরেজমিনে দেখা যায়, তারা একটি সেলাই মেশিন বহন করলে দিতে হয় ৮০০ শত টাকা, একটি বেসিনের চার্জও ৬০০ শত টাকা দিতে হয় এই ঘাটে। টাকা অংক নিয়ে বাড়াবাড়ি করলে বিপদে পড়তে হয় যাত্রীদের। ঘাটের লেবাররা স্বদলবলে যাত্রীদের উপর স্ত্রী সন্তানদের সামনে চড়াও হয় । অনেকটা মুখবুজে নীরবে দীর্ঘশ্বাস ফেলে তারা , তাদের এমন অন্যায় সহ্য করে কোনমতে ইজ্জত নিয়ে বাড়ি ফিরে যান যাত্রীরা।
এর ব্যতিক্রম হলে পরিনতি ভিন্নদিকে যায় বলে জানিয়েছেন অনেকেই।
এ ব্যপারে ভুক্তভোগী যাত্রী সাধারণ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যথাযত পদক্ষেপ গ্রহনের জন্য জোর দাবী জানান।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages