সিটি নির্বাচনে কাল থেকে মাঠে থাকবে বিজিবি, আজ প্রচারণার শেষ দিন - adsangbad.com

সর্বশেষ


Wednesday, January 29, 2020

সিটি নির্বাচনে কাল থেকে মাঠে থাকবে বিজিবি, আজ প্রচারণার শেষ দিন



নিউজ ডেস্ক: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল সকাল থেকেই ভোটারদের ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে মাঠে থাকবে বিজিবি। এছাড়া আগামীকাল রাত ১২টার থেকে সব ধরনের প্রচার প্রচারণাও বন্ধ থাকবে।
বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আগামীকাল সকাল নয়টা থেকে বিজিবির সদস্যরা মাঠে থাকবেন। শুধু বিজিবি নয়, আগামীকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
‘প্রতিটি ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইটি ওয়ার্ডের জন্য একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন।”
রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, আগামীকাল রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। এরপর যদি কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালান সেক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা তাদের সামারি ট্রায়াল করে ব্যবস্থা নেবেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages