স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির স্বামী - adsangbad.com

সর্বশেষ


Monday, November 11, 2019

স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির স্বামী


ডেস্ক নিউজ:
মদ পানে বাধা দেয়ায় স্ত্রীকে গলাকেটে হত্যার করেছে তার স্বামী। তাতেই সে ক্ষ্যান্ত হননি। এরপর সে স্ত্রীর কাটা মাথা নিয়ে থানায় হাজির হয়ে হত্যার কথা স্বীকার করেছেন। ভারতের উত্তরপ্রদেশে ঘটেছে এমন বর্বর ঘটনা। 
আগরার হারি পর্বত পুলিশ স্টেশনের অধীনে এতমাদুদাউলা এলাকায় রবিবার রাতে স্ত্রীকে হত্যা করেন ওই ব্যক্তি।
টিভির মেকানিক হিসেবে কাজ করতেন নরেশ। ১৭ বছর আগে শান্তিকে বিয়ে করেন তিনি। তাদের তিন মেয়ে এবং এক ছেলে আছে। নরেশ প্রায়ই প্রায়ই মদ পান করতেন। আর এ নিয়েই তার স্ত্রীর সঙ্গে তার মাঝে মাঝেই ঝামেলা হতো। 
রবিবার রাতেই ঘরে বসে মদ খাচ্ছিলেন নরেশ। সে সময় তার স্ত্রী তাকে থামানোর চেষ্টা করেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দা নিয়ে স্ত্রীর মাথায় কোপ দেয় সে। পরদিন সকালে ওই কাটা মাথা নিয়েই থানায় হাজির হন তিনি। নরেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দাবি, স্ত্রীকে হত্যার সময় সে মদ্যপ ছিলেন না। তবে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages