ডেস্ক নিউজ: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তাণ্ডবে ১০ জেলায় ঘর ও গাছচাপা পড়ে নারীসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, পটুয়াখালী ১ জন, পিরোজপুরে ১ জন, মাদারীপুরে ১ জন, ভোলায় ১ জন, সাতক্ষীরায় ১ জন, শরীয়তপুরে ১ জন,বরিশালে ১ জন ও বরগুনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া ঝড়ে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, কয়েকটি স্থানে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিপুলসংখ্যক গাছ উপড়ে পড়েছে।
শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুরের মধ্যে ঝড়ের সময় এসব ঘটনা ঘটে।