চিরনিদ্রায় শায়িত সাদেক হোসেন খোকা - adsangbad.com

সর্বশেষ


Thursday, November 7, 2019

চিরনিদ্রায় শায়িত সাদেক হোসেন খোকা


নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকার ধুপখোলা মাঠে  জানাজা শেষে জুরাইন কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকা। সন্ধ্যার পর সেখানে তার দাফন সম্পন্ন হওয়ার হয়।
এর আগে, বৃহস্পতিবার বিকেল ৩টায় সাবেক কর্মস্থল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবন প্রাঙ্গণে তার জানাজা সম্পন্ন হয়। এই জানাজায় ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষ অংশ নেন।
সাদেক হোসেন খোকা নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় ইন্তেকাল করেন। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages