ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে গরুর পাচারকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সুমন (২৫) নামে এক গরু পাচারকারী নিহত হয়েছেন।
সুমন মহেশপুর থানার শ্যামকুরড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার লড়াইঘাট সীমান্তে ভারতের ৩০০ গজ ভেতরে মেইন পিলার ৬০/১৩৩-১৩৪-আর পিলারের মাঝখানে নদীয়া জেলার হাসখালী থানাধীন শিলগেইট নামক স্থানে অবৈধভাবে গরু আনতে যায় সুমন। এ সময় ৮ ব্যাটালিয়ন বিএসএফের পাখিউড়া ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে তার মৃত্যু হয়।
বিজিবি আরও জানিয়েছে, তার লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে মহেশপুর সীমান্তে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে দুইজনের মৃত্যু হলো।