১৭বছর ধরে নিজে হাত লেখেন সংবাদপত্র - adsangbad.com

সর্বশেষ


Thursday, November 14, 2019

১৭বছর ধরে নিজে হাত লেখেন সংবাদপত্র

আন্তর্জাতিক ডেস্ক: গল্প নয় সত্যি তিনি রিপোর্টার। তিনিই এডিটর। তিনিই প্রকাশক এবং হকারও।হাতে লিখে ১৭বছর ধরে খবরের কাগজ প্রকাশ করছেন।তারপর বের হয় সংবাদপত্র। না, কোনও ছাপাখানা থেকে নয়। সাদা কাগজে কালো মার্কার পেন দিয়ে তিনি নিজে হাত লেখেন সংবাদপত্র। টানা ১৭ বছর ধরে সংবাদপত্র প্রকাশ করছেন।হাতে লেখা সংবাদপত্রের নাম ‘বিদ্যা দর্শন’। ৫১ বছরের দীনেশ পেশায় হকার। ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের গান্ধী কলোনিতে বাড়ি।ঘুরে ঘুরে টফি, চকোলেট, আইসক্রিম বিক্রয় করেন। সেই টাকায় কেনেন কাগজ, কলম। তারপর সংগ্রহ করা খবর লিখতে বসেন। তাঁর সংবাদপত্রের কপি পৌঁছায় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দপ্তরেও।এই ‘বিদ্যা দর্শণ’ দীনেশের প্রাণ। কাগজ চালাবেন বলে বিয়ে করেননি তিনি।  কিভাবে হাতে লেখা সংবাদপত্রে ঝুঁকেছে প্রশ্নে তিনি বলেন, ২০০৮ সালে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে নিয়ে আতঙ্ক ছড়ায় মুজাফফরনগরে রহস্যময় ব্যক্তি(‘ব্লেড ম্যানে’) ব্লেড হাতে স্কুলের চারপাশে ঘুরে বেড়ায়। শিশুদের আক্রমণ করে। আমি গোটা ঘটনার কথা কাগজে লিখে এলাকার বিভিন্ন জায়গায় সেঁটে দিয়েছিলাম। সাধারন মানুষ সচেতন হয়ে ছিলেন। সেই সময় আমি বুঝতে পারি কলমের ক্ষমতা।সমাজ এবং মানুষের সঙ্গে জড়িত ঘটনাই জায়গা পায় দীনেশের কাগজে।’
দীনেশ আরও একবার প্রমান করলেন, অসির চেয়ে মসীর জোর সবসময় বেশী। সংগৃহীত

Post Bottom Ad

Responsive Ads Here

Pages