ভারতে বুলবুলের তাণ্ডবে নিহত ৬ - adsangbad.com

সর্বশেষ


Sunday, November 10, 2019

ভারতে বুলবুলের তাণ্ডবে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের দক্ষিণবঙ্গে বুলবুলের তাণ্ডবে ৬ জন মারা গেছে। রোববার দক্ষিণবঙ্গের ৯টি জেলার ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান। খবর আনন্দবাজার পত্রিকার।
৯টি জেলার পাঠানো প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রায় তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত সাড়ে ২৯ হাজারের মতো বাড়িঘর পুরোপুরি বা আংশিক ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
দক্ষিণবঙ্গের ৯টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর এসেছে রাজ্যের উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা এলাকা থেকে।
এছাড়াও ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৯৫০টি মোবাইল টাওয়ার। একই রকম ভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনার সুন্দরবনের অন্তর্গত এলাকায় ঝড়ের দাপটে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে এবং তার ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়েছে বলে খবরে জানানো হয়।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages