শুক্রবার বিএনপির জনসমাবেশ - adsangbad.com

সর্বশেষ


Wednesday, November 6, 2019

শুক্রবার বিএনপির জনসমাবেশ

নিজস্ব প্রতিনিধিনি: বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জনসমাবেশ করবে বিএনপি। জনসমাবেশটি আগামী শুক্রবার বাদ জুমা থেকে শুরু হবে। জনসমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি পেয়েছে বিএনপি। বিষয়টি আমারদেশের সংবাদ কে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। আজ বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে জনসমাবেশের অনুমতির বিষয়ে সাক্ষাত করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। আব্দুস সালাম আজাদ বলেন, আমরা আজ অনুমতির জন্য অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে গিয়েছি। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, এই দুই জায়গার নাম প্রস্তাব করেছি। কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের মহানগর নাট্য মঞ্চে জনসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার বাদ জুমা থেকে আমাদের জনসমাবেশের কার্যক্রম শুরু হবে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages