ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার - adsangbad.com

সর্বশেষ


Tuesday, November 5, 2019

ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার



আশুলিয়া প্রতিনিধি: আশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষকে আটক করা হয়।
ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে খাজিমুন্নেছা মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেয় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে নিজ কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। এ ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ করেন। এরপর আজ পলাতক ওই মাদ্রাসার অধ্যক্ষ এলাকায় গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে রাখে।
এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages