ভারতের তামিলনাড়ুতে গোবর ছোড়াছুড়ি উৎসব - adsangbad.com

সর্বশেষ


Tuesday, November 12, 2019

ভারতের তামিলনাড়ুতে গোবর ছোড়াছুড়ি উৎসব

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে একে অন্যের দিকে টমেটো ছোড়াছুড়ির উৎসবটি বেশ জনপ্রিয়। একইভাবে ভারতের তামিলনাড়ুর গুমাতাপুরমে বেশ জনপ্রিয় একে অন্যের দিকে গোবর ছোড়াছুড়ির ‘গোরাইহাব্বা’ উৎসব।
প্রতি বছর দিওয়ালির পর এই উৎসব অনুষ্ঠিত হয়। গুমাতাপুরমের বীরেশ্বরার মন্দিরের কাছে আশপাশের এলাকা থেকে গোবর এনে জড়ো করা হয়। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।
এরপর জড়ো করা এই গোবরের গাদায় দাঁড়িয়ে একে অন্যের দিকে গোবর ছোড়াছুড়ি করে গুমাতাপুরম ও আশেপাশের বাসিন্দারা। তাদের বিশ্বাস, গায়ে গোবর মাখলে ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।
এই উৎসবে অংশ নেয়া প্রভু নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, গোবরের প্রচুর ঔষধি গুণ আছে। আমাদের গোবর ছোড়া দেখে অনেকে বলে রোগ ছড়াবে।
কিন্তু ভগবান বীরেশ্বরার ওপর বিশ্বাস রেখে আমরা গোবর ছোড়াছুড়ি করি। তাই আমাদের কোনও অসুবিধা হয় না বলেও উল্লেখ করেন গুমাতাপুরমের এই বাসিন্দা।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages