পঞ্চগড়ে বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত - adsangbad.com

সর্বশেষ


Friday, November 8, 2019

পঞ্চগড়ে বাসের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাসের ধাক্কায় ইজিবাইকের পাঁচযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। শুক্রবার দুপুর ১টার দিকে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিসকমীদের উপর হামলা করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের চারযাত্রী ঘটনাস্থলে ও হাসপাতালে একজন মারা যায়। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
এদিকে উদ্ধার কাজে অংশ নেওয়া হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিক্ষোভ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি কাজ করছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages