বিএমএসএফ সাভার উপজেলা কমিটি বিলুপ্ত, সকল সদস্যর অব্যহতি - adsangbad.com

সর্বশেষ


Thursday, November 14, 2019

বিএমএসএফ সাভার উপজেলা কমিটি বিলুপ্ত, সকল সদস্যর অব্যহতি

ডেস্ক নিউজ : বাংলাদেশ মফস্বল সাংবাদিক  ফোরাম বিএমএসএফ আজ এক বিবৃতিতে জানান, আমি মোঃ মাইনুল ইসলাম সভাপতি ও  মাসুদ রানা সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাভার উপজেলা কমিটি এবং আমরা(অন্যন্য সদস্য) দীর্ঘ ২০১৫ সাল থেকে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাভার উপজেলা কমিটি পরিচালনা করে আসছি। বিগত দিনে সংগঠনের সকল কার্যক্রম সুচারু রুপে পালন করেছি। সংগঠনের সকল কর্মকান্ডে আমরা সাভার উপজেলা কমিটি হাজির হয়েছে। কিন্তু বিগত দিনে আমাদের এহেন কর্মকান্ডের পরেও সংগঠনের কার্যক্রমে আমাদের মতামতের কোন মূল্যায়ন প্রতিফলিত হয়নি আর এহেন কর্মকান্ডে আমি এবং আমরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ সাভার উপজেলা কমিটির সকল সদস্য সেচ্ছায় স্বইচ্ছায় বিএমএসএফ'র সকল কর্মসূচী থেকে একযোগে অব্যহতি প্রদান  করছি।
সেই সাথে আজ ১৪-১১-১৯ইং রোজ বুধবার সাভার উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করছি।
 পরিশেষে বিএমএসএফ এর শুভ কামনায়।
নিবেদক,
মো.মাইনুল ইসলাম
সভাপতি ও
মাসুদ রানা
 সাধারণ সম্পাদক
সাভার উপজেলা কমিটি
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages