সাভারে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা - adsangbad.com

সর্বশেষ


Tuesday, October 15, 2019

সাভারে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা



সাভার প্রতিনিধি:
বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলো তারই ১১বছরের কন্যা। 
জানাযায় সাভারের ছায়াবিথি এলাকায়  ঘটনার পর থেকে ধর্ষক ঐ পাষান্ড বাবা  সোহেল রানা(৩৬) পলাতক রয়েছেন।
মঙ্গলবার সকালে ধর্ষণের অভিযোগে শিশুটির মা আসমা আক্তার (৩০) বাদী হয়ে স্বামী সোহেল রানাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ওই শিশুকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
সে এখন পর্যন্ত কথা বলতে পারছেন না। মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগীর অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া আসামিকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চলছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages