![]() |
ছবি:সংগ্রহীত |
সাভারে দেবী 'দুর্গা কে' বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো সনাতন ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ।
হিন্দু ধর্মাবলম্বীরা চোখের জলে মা দেবী দুর্গাকে বিদায় জানালেন।
মঙ্গলবার বিকেলে সাভার আশুলিয়াসহ সারাদেশে ধর্মীয় রীতি অনুযায়ী বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। এবার সাভার আশুলিয়ায় সর্বমোট ১৯২টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান (এমপি) সাভার আশুলিয়ায় প্রতিটি পূজা মন্ডপে ৫০০কেজি চাল বরাদ্দ দিয়েছেন। এবারের পূজায় পুজারীরা সুষ্ঠভাবে পূজা উৎযাপন করতে পেরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।