আশুলিয়ার ভাদাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকসা চালকের মৃত্যু - adsangbad.com

সর্বশেষ


Tuesday, October 22, 2019

আশুলিয়ার ভাদাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকসা চালকের মৃত্যু

আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ার ভাদাইলে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল (২৯) নামে এক রিকশা চালক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ মরুয়াদহ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় শাহ জাহান এর ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, বিকেলে আশুলিয়ার ভাদাইল এলাকার একটি গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার চেষ্টা করছিলেন রিকসা চালক আশরাফুল।
 এসময় তিনি দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।
 পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে  কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages