
আশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে ‘মসজিদে বেলাল’ নির্মাণের জন্য সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, হাজী মোঃ মোশারফ হোসেন ও হাজী মোঃ মানিক মিয়া ৪(চার)শতাংশ দান করেছেন।
বুধবার সকালে আশুলিয়ার দক্ষিন বাপাইপাইল মধ্য পাড়ার জনতা হাউজিং এর অভ্যন্তরে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খানের উপস্থিতিতে মসজিদে বেলাল এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
জানাযায় দাতাগণ জনতা হাউজিং কোম্পানীর নিকট থেকে চার শতাংশের একটি প্লট ক্রয় করে মসজিদ নির্মানের জন্য দান করেন।
এসময় মসজিদটির নির্মাণ কাজে উপস্থিত বেশ কয়েকজন ব্যাক্তিবর্গ নগদ টাকাসহ গৃহ নির্মানের সামগ্রী দান করেন। এসময় এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন উপস্থি ছিলেন। এই মসজিদটির নির্মান কাজ সম্পন্ন হলে দক্ষিন বাপাইলের মুসল্লিদের জুম’আ ও পাঁচ ওয়াক্তের নামাজ আদায়ে আর কষ্ট করতে হবে না। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।