আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মকর্তা নিহত, আহত ৩ - adsangbad.com

সর্বশেষ


Sunday, October 6, 2019

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মকর্তা নিহত, আহত ৩


আশুলিয়া প্রতিনিধি:
 আশুলিয়ায় পানির জার বহনকারী পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন। নিহত ব্যাক্তির নাম তাজিমুল ইসলাম(৩৫),তিনি আশুলিয়ার জিরানী টেংগুরী এলাকায় অবস্থিত আলফা ক্লোজিং লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের মরাগাঙ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপরে আশুলিয়া থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানান, নিহত ঐ গার্মেন্টস কর্মকর্তা সকাল সাড়ে ৭টার দিকে প্রাইভেটকারে করে তার কর্মস্থালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে বহনকারী গাড়িটি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পানি জার ভর্তি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়াও প্রাইভেটকারের চালক এবং পানিবাহী পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হয়েছেন।
এ সময় উত্তরা ফায়ার সার্ভিসের সহয়তায় তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়ছে।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages