কুমিল্লায় যুবলীগের সম্রাট গ্রেফতার - adsangbad.com

সর্বশেষ


Sunday, October 6, 2019

কুমিল্লায় যুবলীগের সম্রাট গ্রেফতার


মোঃ শাহিন আলম (কুমিল্লা প্রতিনিধি):
আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের মুখপাত্র সারওয়ার-বিন-কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে বলে জানান তিনি।

র‍্যাব সূত্র জানায়, চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে দেশ ছাড়তে পারেননি তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলে আসছিলেন, ‘সম্রাট হোক আর যেই হোক’, অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। এরই ফলশ্রুতিতে অবশেষে সম্রাটের গ্রেফতারের খবর আসলো।

Post Bottom Ad

Responsive Ads Here

Pages